দেশেই করোনা ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকারঃ স্বাস্থ্য মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশেই ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার সে লক্ষ্যে কাজ করছে সরকার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
পাশাপাশি আমেরিকা ও ভারত থেকে টিকা আনার জোর চেষ্টা চলছে। শনিবার রাতে মানিকগঞ্জের গড়পাড়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন। তিনি আরও জানান, সারা বাংলাদেশে এখন করোনার দেড় হাজার রোগী আছে। তার বিপক্ষে হাসপাতালে শয্যা রয়েছে প্রায় সাড়ে ১০ হাজার। এটা ভালো খবর হলেও ঈদে বাড়ি ফেরত মানুষদের নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য মন্ত্রণালয়। সেবা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক চেষ্টা এবং জনগনের মাস্ক পড়ার প্রবণতা বেড়েছে বলে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলে মত দেন স্বাস্থ্যমন্ত্রী।






















