দেশব্যাপী জেএমবি’র সিরিজ বোমা হামলার ১৭ বছর আজ

- আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছরপূর্তি আজ। দেশের ৬৩ জেলায় একই সময়ে নৃশংস এ বোমা হামলা চালায় নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি নামের একটি জঙ্গি সংগঠন।
পরিকল্পিতভাবে মুন্সিগঞ্জ ছাড়া দেশের সব জেলার প্রায় ৫০০ পয়েন্টে এ হামলা হয়। এতে দুজন নিহত এবং আহত হন অন্তত ১০৪ জন। পুলিশ সদরদপ্তর ও রেবের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই সারাদেশে ১৫৯টি মামলা করা হয়। পুলিশ জানায়, সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে ১৫৯টি মামলার মধ্যে ৯৪টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এখনো ৫৫টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। যার আসামির সংখ্যা ৩৮৬ জন।
এদিকে…চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে বোমা হামলা মামলায় ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই রায় দেন
২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামের ঈশা খাঁ ঘাঁটির ভেতরের পতেঙ্গা মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের ওপর পরপর দু’টি বোমা হামলা করে জঙ্গীরা। এসময় আতঙ্কিত হয়ে মুসল্লিরা ছোটাছুটি শুরু করলে হামলাকারী মান্নান নামের এক জঙ্গী ভিড়ের সঙ্গে মিশে যায়। কিন্তু তার বাঁ হাতে ইলেকট্রিক সুইচ দেখে মুসল্লিরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ ঘটনার ১০ মিনিট পর ঈশা খাঁ ঘাঁটির আরেকটি মসজিদে বোমা হামলা হয়। ওই ঘটনায় হামলাকারী আরেক জঙ্গী রমজান আলীও ধরা পরে। দুই ঘটনায় নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন আহত হন। পরে হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্য বলে জানায় পুলিশকে। মামলার তদন্তে এ হামলায় ৬ জনের সংশ্লিষ্টতা পায় পুলিশ। তাদের একজন পরবর্তীতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়। বাকি ৫ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।