দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত উন্নয়ন হচ্ছে : শিল্পমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
রাজধানীর এক হোটেলে ইউনিলিভার বাংলাদেশের…অংশীদারিত্ব সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২১ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, পদ্মা সেতুর মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়েছে। টেকসই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকারসহ অন্য অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে ইউনিলিভার। প্রতিষ্ঠানের সিইও জাবেদ আক্তার বলেন, ৫৬ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে ইউনিলিভার। ২৮টিরও বেশি ব্র্যান্ডের মাধ্যমে বিশ্বের ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন।