দেশপ্রেমিক কৃষকরাই এখন সবচে’ বেশি অবহেলিত: জি এম কাদের
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৬০৭ বার পড়া হয়েছে
 
দেশপ্রেমিক কৃষকরাই এখন সবচে’ বেশি অবহেলিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
দুপুরে ঢাকার একটি হোটেলে জাতীয় কৃষক পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জি এম কাদের বলেন, মৌসুমে কৃষি-শ্রমিকদের মজুরির চেয়েও ধানের দাম কমে যায়। তখন কৃষকরা ধান কাটতে বিপাকে পড়েন। সরকার কৃষিক্ষেত্রে ভর্তুকি দিলেও প্রকৃত কৃষকরা তার সুফল পায় না। সরকারি ভর্তুকি পেতে চাইলে রাজনৈতিক নেতা-কর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হয় কৃষক সমাজ। তাই অধিকার আদায়ের প্রশ্নে কৃষকদের ঐক্যের কোন বিকল্প নেই বলেও জানান তিনি।
																			
																		














