দেশজুড়ে দুর্গাপূজা মণ্ডপগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি : পূজা উদযাপন পরিষদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দেশজুড়ে দুর্গাপূজা মণ্ডপগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। দুর্গাপূজার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে ১২-১৩টি মন্দিরে ভাঙচুর ও হামলা হয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।
ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। গত বছরের তুলনায় এ বছর ৫০ টির বেশি জায়গায় বেড়েছে পূজা মন্ডপের সংখ্যা।
পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপে থাকবে আইনশূঙ্খলা বাহিনী ও সিসি ক্যামেরা।
পূজা মন্ডপের হামলা ও সহিংসতা নিয়েও কথা বলেন তারা। আগামীকাল মহালয়া, পয়েলা অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ এবং ৫ অক্টেবর দশমী তিথিতি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা।