দেশজুড়ে কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে চাল-ডাল, সাবানসহ ত্রাণ বিতরণ

- আপডেট সময় : ০৮:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
এদিকে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে চাল-ডাল, সাবানসহ ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার দেবীদ্বারে করোনায় খাদ্য সংকটে পড়া ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। দেবীদ্বারের নবিয়াবাদে কলেজ ক্যাম্পাসে এর উদ্বোধন করেন, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।
ঠাকুরগাঁওয়ে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুর্নবাসন কেন্দ্র এবং হরিপুর উপজেলার উদয়ন অটিস্টিক ডিসএ্যাবল্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শহীদুল ইসলাম।
ময়মনসিংহে পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মহানগর যুবলীগ। পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের কাছে পিপিই, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লাভস তুলে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের দুলর্ভপুর ও শ্যামপুর ইউনিয়নে ১১শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও স্থানীয় বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা জিকে ফাউন্ডেশন।
যশোরের নওয়াপাড়া বেঙ্গল ট্রেক্সটাইল মিলের কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে নওয়াপাড়া পৌরসভা। মিলের ভিতরে দু’শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য তুলে দেন পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
জামালপুর আশা সমিতির পক্ষ থেকে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে বিতরনের জন্য পাঁচ’শ প্যাকেট খাদ্য সামগ্রী জেলা প্রশাসক এনামুল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেনের কাছে বেসরকারি এনজিও আশা ত্রাণ হস্তান্তর করেছে। উপজেলা চত্বরে দু’শতাধিক ত্রানের প্যাকেট হস্তান্তর করেন আশা’র আঞ্চলিক ম্যানেজার রবিউল ইসলাম।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালে পাড়ায় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পক্ষে এক হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও আমিনুল ইসলামের কাছে খাদ্য সামগ্রী তুলে দেনে আশার আঞ্চলিক কর্মকর্তারা।
মানিকগঞ্জের সাটুরিয়ায় দু’শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ।
মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে কর্মহীন চার হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসূল।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের কাদিমপুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন এক সৌদি প্রবাসী।
পাবনার বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
জামালপুরে কর্মহীন সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজার জি.এম জিয়াউর রহমান।