দুর্নীতিবাজদের মুখে সরকারের সমালোচনা হাস্যকর : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে সরকার।আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন হাসি পায় বলে মন্তব্য করেন তিনি। আর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, করোনার সংকটে মানুষের পাশে না থেকে মিথ্যার উপর ভর করে অপরাজনীতি করছে বিএনপি।
শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামে করোনা রোগী ও মরদেহ পরিবহনের জন্য গাউসিয়া কমিটির কাছে এম্বুলেন্স হস্তান্তর ও করোনা সুরক্ষা সামগ্রী, এন নাইন্টি ফাইভ মাস্ক, সাবান ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। একই সাথে পক্ষব্যাপী সচেতনতা ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় ওবায়দুল কাদের বলেন, অনিয়মকারি ও অপকর্মকারি কাউকেই সরকার ছাড় দেয়নি। দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক বিএনপি সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচার করছে।
একই অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি করোনার সংকটেও জনগনের পাশে নেই।
এদিকে শনিবার দুপুরে ঢাকায় মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে রংপুরে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে অভিযোগ করেন, কিছু বিদেশি গণমাধ্যম দেশ ও সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে।
করোনা প্রতিরোধে জনগনকে আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।