দু’বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বাংলাদেশ বনসাই সোসাইটির প্রদর্শনী

- আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বাংলাদেশ বনসাই সোসাইটির প্রদর্শনী। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ডাব্লিউভিএ অডিটোরিয়ামে ২২তম প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী। দেশী চেনা বটের পাশাপাশি হিজল কামিনীসহ হাজার খানেক বনসাইর এই প্রদর্শনী চলবে ২৮ অগাস্ট পর্যন্ত।
সুদূর চীনে থেকে বনসাই শিল্পের প্রচলন হলেও এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ড্রয়িং রুমের শোভা বর্ধনে জনপ্রিয় হয়ে উঠেছে নান্দনিক এই শিল্পকর্ম।
করোনার কারণে দুবছর পর আবারও প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ বনসাই সোসাইটি। ধানমন্ডির ডাব্লিউভিএ অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী প্রদশর্নীর উদ্বোধন করেন চিত্র শিল্পী রফিকুন নবী।
এবারের প্রদশর্নীতে রয়েছে দেশী বিদেশী বিভিন্ন ধরনের বনসাই। দেশী বৈঁচি,ঘূর্নি,তমাল,তুঁত এর বনশাই রূপ মুগ্ধ করেছে দর্শকদের সবাইকে গাছ লাগানো আহ্বান জানান অতিথিরা।
প্রদর্শনী শেষ হবে আগামী ২৮ আগষ্ট। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে র্শনার্থদের জন্য খোলা থাকবে রাত ৮ টা পর্যন্ত।