দু’দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ১৭৯৭ বার পড়া হয়েছে
দু’দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ নানা কর্মসূচিতে অংশ নিবেন তিনি। তার আগমন উপলক্ষে জেলা জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠেয় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বিকালে মুন্সীগঞ্জের মাওয়ায় যাবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায়, পদ্মা সেতু প্রকল্পের সাথে জড়িত চীনা কর্মকর্তা-কর্মচারীসহ সেতুর কাজে নিয়োজিত বিদেশীদের বিদায় জানাতে আয়োজন করা হয়েছে সুধী সমাবেশ। বিকেল ৩ টায় শুরু হবে সমাবেশ।
















