দিনাজপুরে হাসপাতালমুখী হতে চাইছেন না কেউ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের হাসপাতালগুলোতে কমছে রোগীর সংখ্যা। প্রতিদিন পাঁচ শতাধিক সাধারণ রোগীর জায়গায় এখন ভর্তি হচ্ছে মাত্র একশ’ থেকে দেড়শ’। সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে জটিল সমস্যা না হলে হাসপাতালমুখী হতে চাইছেন না কেউ
করোনা পরিস্থিতির কারণে দিনাজপুরের হাসপাতালগুলোতে উল্লেখযোগ্যহারে রোগী কমেছে। জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, শহরের ২৫০ শয্যা হাসপাতাল ও এম.আব্দুর রহিম হাসপাতালে গড়ে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী ভর্তি হলেও, বর্তমানে হচ্ছে ১০০ থেকে ১৫০ জনের মতো।
এদিকে, বিভিন্ন উপজেলা থেকে জটিল রোগীরা জেলা শহরে এলে, সহজেই চিকিৎসকের দেখা পাচ্ছেনা।
আবহাওয়া পরিবর্তনের কারণে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা এখন বেশি। করোনা পরিস্থিতিতেও তাদের সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান, চিকিৎসক।






















