দশম গ্রেডসহ ৩ দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
- আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৫০৩ বার পড়া হয়েছে
দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে, সারাদেশের ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে, বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষকদের কর্মবিরতিতে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা।
বরিশালে কর্মবিরতি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতি স্বাভাবিক থাকলেও শিক্ষকরা ক্লাসে যাননি। অভিভাবকরা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পরেছেন।
দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে কর্মবিরতি। কোথাও চলেছে ক্লাস, কোথাও পুরোপুরি বন্ধ।অধিকাংশ স্কুল শিক্ষকরা জানিয়েছেন, আন্দোলনে তাঁদের একাত্মতা রয়েছে।
ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করা হয়েছে। বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষকদের এমন কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে শিশুরা। ক্লাস না করেই ফিরে যেতে হয় শিক্ষার্থীদের।
পটুয়াখালীতে বন্ধ রয়েছে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। ক্লাস শুরু না হওয়ায় স্কুলে আসা অধিকাংশ শিক্ষার্থী ফিরে গেছেন বাড়িতে।

















