ত্রিশালে ট্রাক ও পিকাপভ্যানের সংঘর্ষে একই পরিবারের ৩জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও পিকাপভ্যানের সংঘর্ষে একই পরিবারের ৩জন নিহত হয়েছেন। গেলো রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আমান উল্লাহ, তার বোন নাজমা আক্তার এবং নাজমা আক্তারের মেয়ে রিয়া মনি। তারা শেরপুর জেলার বাঘেরচর এলাকার বাসিন্দা। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানিয়েছেন, রাতে একই পরিবারের ওই তিনজনকে নিয়ে একটি বেগুনবোঝাই পিকআপ ঢাকায় যাচ্ছিলো। পথে ত্রিশালের রায়মনি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ-ভ্যানটি ঢাকাগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।