ত্যাগের মহিমায় সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা
- আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ১৬৭০ বার পড়া হয়েছে
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করছেন । বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। নামায শেষে মুসল্লীরা প্রার্থনা করেন করোনা মহামারী থেকে যেন মুক্তি মেলে মানব জাতির।
মুসলমানদের প্রধান দুই উৎসবের একটি ঈদুল আযহা। তবে ঈদ মানে যে আনন্দ তা অনেকটাই যেন ভুলিয়ে দিয়েছে করোনা। নেই হাসি, নেই খুশীর সেই চিরচেনা আমেজ। অজানা এক শঙ্কা নিয়ে মুখে মাস্ক নিয়ে তারপরও আল্লাহর দরবারে প্রার্থনার জন্য হাজির বান্দা।করোনা মহামারীর কারনে গত ঈদের মতো এবারো জাতীয় ঈদগাহে ছিলনা জামাতের আয়োজন। তাই জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মুসল্লীরা স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখেই নামায আদায় করেন ।
বায়তুল মোকাররাম মসজিদে সকাল ৭টার প্রথম জামাতে সাধারন মানুষের সঙ্গে অংশ নেন দক্ষিনের মেয়রসহ সরকারের উর্দ্ধতন কর্মকর্তারা।বিশ্বব্যাপী মহামারী, তাই মোনাযাতেও উঠে আসে করোনা থেকে বাচার আকুল প্রার্থনা। নামায শেষে মুসল্লীরা জানান তাদের অনুভুতির কথা।
অনেকেই হজ্জে যেতে না পেরে হতাশাও ব্যাক্ত করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭ টা থেকে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে ৬ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেখানে ধাপে ধাপে নামায আদায় করেন মুসল্লিরা।

























