তৈরি পোশাকশিল্পের বর্তমান বাজার ধরে রেখে আরও নতুন বাজার খোঁজার আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনা মহামারিতে তৈরি পোশাকশিল্পের বর্তমান বাজার ধরে রেখে আরও নতুন বাজার খোঁজার জন্য ইউরোপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সাথে এক ভার্চুয়াল সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সভায় বহির্বিশ্বে বাংলাদেশের বিপক্ষে নেতিবাচক প্রচারণার বিষয়েও রাষ্ট্রদূতদের সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। অনলাইন এ সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও অংশ নেন। এছাড়া বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকও সভায় সংযুক্ত হন।