তুর্কির সুপারস্টার বুরাক ওজচিভিত আসছে বাংলাদেশে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ২০৭৭ বার পড়া হয়েছে
সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বুরাক ঔজচিভিত আসছে বাংলাদেশে! ভক্ত ও ক্রেতাদের তুমুল আগ্রহের কথা বিবেচনা করে বুরাক ঔজচিভিত-এর সাথে দেখা করার সুযোগ বৃদ্ধি করেছে সিঙ্গার বাংলাদেশ। দেশব্যাপী যেকোন সিঙ্গার বেকো রিটেইল স্টোর অথবা singerbd.com থেকে ১৯ থেকে ২৬ মে পর্যন্ত যেকোন পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাঁদের প্রিয় অভিনেতা বুরাক ঔজচিভিতের সাথে।

















