তীব্র তুষারপাত ও ঝড়ে বিপাকে পড়েছে তুরস্ক

- আপডেট সময় : ০৯:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
তীব্র তুষারপাত ও ঝড়ে বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তুরস্ক। ভারী তুষারপাতে স্থবির দেশটির জনজীবন। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে ইস্তাম্বুল বিমানবন্দরের সব ফ্লাইট। বরফ পড়ছে ক্রিমিয়া, গ্রিস, চীন এমনকি সিরিয়াতেও।
তুরস্কে বেশিরভাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে প্রায় ৭ হাজার জনকে। বাঁধ ব্যবস্থা যথেষ্ট ভালো হওয়ায় এখনও দুশ্চিন্তা করছেনা তুরস্ক। আরও কয়েকদিন বরফ পড়লে, ৭০ শতাংশ পর্যন্ত ভরবে। তবে, এভাবে তুষার ঝড় অব্যাহত থাকলে ঝুঁকি রয়েছে। এদিকে, বেশ কয়েক দিন ধরেই তুষারপাতের কবলে পড়েছে ইউরোপের দেশ গ্রিস। সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করছে পরিচ্ছন্ন কর্মীরা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও পড়ছে বরফ। সেখানে বোমার আতঙ্ক ভুলে স্নো বল খেলায় মেতেছে ছেলে বুড়ো সব বয়সীরা।