তিন দিনের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত

- আপডেট সময় : ০৬:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
টানা ৩ দিনের সরকারি ছুটিতে সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছে হাজারো পর্যটক। প্রতিটি পয়েন্টে উপচে পড়া ভিড়। পর্যটকের পাশাপাশি সৈকতে ঘুরাফেরা করছেন স্থানীয়রাও। পর্যটকদের সমুদ্রস্নানে নিরাপত্তা আরও জোরদার করেছেন লাইফগার্ড কর্মীরা। জেলা প্রশাসনের পাশাপাশি সজাগ ট্যুরিস্ট পুলিশও।
সৈকতের বালিয়াড়ির দিকে একের পর এক ছুটে আসছে সমুদ্রের ঢেউ। আর কিছু দুরের নীল জলরাশিতে শরীর ভেজাতে ব্যস্ত ভ্রমণ পিপাসু মানুষ। পশ্চিমাকাশে সূর্য ডোবার মুহুর্তটি ক্যামেরা বন্দী করে রাখতে ভুল করছে না পর্যটকরা।
পরিবারের প্রিয় মানুষটির সাথে বালিয়াড়িতে ঘোরাঘুড়ি, মেরিন ড্রাইভে ভ্রমণ, পাথুরে সৈকতে ঘুরে বেড়ানোসহ আনন্দমুখর সময় পার করছে সবাই।
সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, লাবণী ও কলাতলী বীচ পয়েন্টে হাজারো পর্যটকের মাঝে উচ্ছ্বাসের কমতি নেই।
কেটে গেছে আবহাওয়ার বৈরীভাব। তারপরও সাগর উত্তাল। সমুদ্রস্নানে মাঝে মাঝে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাই পর্যটকদের সতর্ক হবার পাশাপাশি সাগরে নামলে জোয়ার ভাটার নির্দেশনা মেনে চলার পরামর্শ লাইফগার্ড কর্মীদের।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কাজ করছে ভ্রাম্যমান আদালত।
আর ট্যুরিস্ট পুলিশ বলছে, টানা ছুটিতে আসা পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনদিনের টানা ছুটিতে অন্তত তিন লাখ পর্যটকের আগমন ঘটবে বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের।