তদন্তের স্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশালে নিযুক্ত

- আপডেট সময় : ০৮:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে তদন্তের স্বার্থে বরগুনা থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে।
রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, কমিটি তদন্ত করছে। তদন্তের স্বার্থে ওই অতিরিক্ত পুলিশ সুপারকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। গেল ১৫ আগস্টজাতীয় শোক দিবসে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। পুলিশের গাড়ি ভাঙচুর করেন ছাত্রলীগ কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। গত ২৪ জুলাই জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর নতুন কমিটি, পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল।