ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশে ৩২ কিলোমিটার এলাকা বিপদজনক

- আপডেট সময় : ০২:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৭২৯ বার পড়া হয়েছে
রংপুর বিভাগের প্রবেশদ্বার ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশে ৩২ কিলোমিটার এলাকা বিপদজনক। গেলো দুই মাসে এই সড়কে ঘটেছে অর্ধশতাধিক দুর্ঘটনা। প্রাণহানি হয়েছে বহু মানুষের। এজন্য বেপরোয়া গতির গাড়ী ও তিনচাকার যান চলাচলকে দায়ী করছেন স্থানীয়রা।
ঢাকা-রংপুর মহাসড়কে ফোর লেন রাস্তার কাজ শেষ হওয়ায় দ্রুত গতিতে চলছে বাস-ট্রাকসহ ভারী যানবাহন। অন্যদিকে, ছোট সড়ক থেকে বেড়িয়ে আসছেন তিনচাকার বাহন। এতে প্রয়াই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এর জন্য সড়কে ওভার টেকিং, দ্রুত গতি ও তিন চাকার বাহনকে দায়ী করছেন চালকরা।
এদিকে পুলিশের চোখ ফাকি দিয়ে সংসারের উপর্জনের আশায় মহাসড়কে উঠে আসছেন তারা, স্বীকার করলেন তিনচাকার চালকরা। এদিকে স্পীডগান বসিয়ে দ্রুত গাড়ী চালকদের বিরুদ্ধে মামলা দেয়া সহ বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান জেলা ষ্ট্রাফিক পুলিশের এই কর্মকতা । যথাযত ব্যবস্থা রোধে গ্রহন করে সড়কে দূর্ঘটনা রোধে কাজ করবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।