ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে

- আপডেট সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিন বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয় বিকেল সাড়ে চারটায়। সাড়ে ৬ হাজার আসনের বিপরীতে প্রথম দিনে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৩৯ হাজার ৫১৭ জন।
রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুক্রবার অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি ঢাকা কলেজ, তিতুমীর, নজরুল, সোহরাওয়ার্দী, বাংলা, ইডেন ও বদরুন্নেসা কলেজে স্নাতক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা।
যানজটের দুর্ভোগ এড়াতে অনেক পরীক্ষার্থী আগেই কেন্দ্রে আসেন। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকরা। এসময় কেন্দ্রগুলোর চারপাশে ব্যাপক ভীড় জমে যায়। পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়।
বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ছাত্রসংগঠনগুলো এ সময় শিক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসের বাইরে কাজ করেন।
শিক্ষার্থীরা পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশ্নের মান ঠিক ছিল বলে জানান।