ঢাকা-প্যারিস বাণিজ্য দ্বিগুণ করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
ঢাকা-প্যারিস বাণিজ্য দ্বিগুণ করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে ফরাসি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন তিনি।
ফ্রান্সে এমইডিইএফ ইন্টারন্যাশনালের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে সেতু হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি কৌশলগত অবস্থানে রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্রে পরিণত করার জন্য কাজ চলছে। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সরাসরি তার অফিসের সঙ্গে সংযোগ রেখে কাজ করছে জানিয়ে তিনি বলেন ফরাসি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইলে তাদের সহায়তা করা হবে।