ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ৬ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা এক বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ৬ জন।
রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনী এলাকায় বিকল হয়ে পড়ে। এসময় মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুইজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি ১০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।