ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০৩:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১৫০৪ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেলরাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ‘বাংলা স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। বাসটি মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়। এসময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। বিষয়টি স্থানীয় লোকজন টাঙ্গাইল ফায়ার সার্ভিসে সংবাদ দিলে। তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা আগুন দেয়ায় বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা হয়।
স্থানীয়রা জানায়,মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ফেনী-চট্টগ্রাম সড়কে চলাচলরত রনি-রানা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি।




















