ঢাকায় পৌঁছালো যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি আরও সাড়ে ২৫ লাখ ভ্যাকসিন
- আপডেট সময় : ০১:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঢাকায় পৌঁছালো যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি আরও সাড়ে ২৫ লাখ ভ্যাকসিন। আর চীন থেকে এসেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনা টিকা। গতকাল রাত ও আজ সকালে চারটি চালানে আসা মোট ৪৫ লাখ টিকা প্রাপ্তির ভ্যাকসিন সংকট খানিকটা কমলো। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। ডিসেম্বরের মধ্যে আরো ১০ কোটি টিকা আসবে।
প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা সংক্রমণ। রেকর্ড সংখ্যক মৃত্যু দেখেছে দেশের মানুষ। এমন পরিস্থিতে সংক্রামন ও মৃত্যুর হার টেনে ধরতে জনগণকে টিকা দেয়া হচ্ছে। টিকার সংকট কাটাতে রাতে ও সকালে যুক্তরাষ্ট্র থেকে মর্ডাণের ২৫ লাখ ও চীন থেকে সিনোর্ফামের ২০ লাখ টিকা ঢাকায় এসে পৌছেছে।
রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে আরো ১০ কোটি টিকা দেশে আসবে।
এদিকে, প্রতিটি মানুষকে টিকার আওতায় আনতে বিভিন্ন দেশের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, টিকা ইস্যুতে আমেরিকা বাংলাদেশের মানুষের পাশে আছে । মডার্নার টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৪.১ শতাংশ পর্যন্ত কার্যকর বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।














