ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ চার বছরে থেকে তিন বছরে কমিয়ে আনার দাবিতে বিক্ষোভ

- আপডেট সময় : ০৫:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ চার বছরে থেকে তিন বছরে কমিয়ে আনার প্রতিবাদসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সকালে গাজীপুরের পশ্চিম ভুরুলিয়ায় মর্ডান ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থী জয়দেবপুর- শিমুলতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে জয়দেবপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গত ১২ আগস্ট শিক্ষামন্ত্রীর বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার ঘোষণা দেয়া হয়। মেয়াদ কমিয়ে আনা হলে চাকুরীর ক্ষেত্রে গ্রেট কমার পাশাপাশি শিক্ষার মানও কমে যাবে বলে মনে করেন শিক্ষার্থীরা। এজন্য চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বজায় রাখার জন্য দাবি তোলেন তারা। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে করার দাবি জানায় শিক্ষার্থীরা। অবিলম্বে শিক্ষামন্ত্রী এ ঘোষণা থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানায় শিক্ষার্থীরা।