ট্রলার ডুবির ঘটনায় সেন্টমার্টিন সমুদ্র উপকুল থেকে আরো দু’টি মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১০:৫১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে ১৩৮ যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় সেন্টমার্টিন সমুদ্র উপকুল থেকে আরো দু’টি মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার রাতে সৈকতে ভেসে উঠা এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়। টেকনাফে দায়িত্বরত স্টেশন কমান্ডার লেঃ এম সোহেল রানা জানান, পাথরের সাথে ধাক্কা লেগে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় গত কয়েক দিনের ব্যবধানে ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওইদিন আরো ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিলো। গত ১২ ফেব্রুয়ারি সকালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে ৩-৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
এদিকে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি অংশে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এরমধ্যে একজন সিএনজি চালক, অপরজন এনজিওকর্মী। শনিবার রাতে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ির প্যারাসেইলিং পয়েন্টে ঘটনাটি ঘটে।