টানা তিনদিনের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর খাগড়াছড়ি

- আপডেট সময় : ০৬:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
টানা তিন দিনের ছুটিতে খাগড়াছড়িতে ভিড় করেছে হাজারো পর্যটক। খালি নেই খাগড়াছড়ি ও সাজেকের হোটেল-মোটেলের ভালো কোন কক্ষ। ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। তাদের সব রকম নিরাপত্তা দেয়ার কথা জানায় পুলিশ।
উপরে নীলাকাশ, নিচে পাহাড়, নদী, ঝর্ণা আর সবুজের বুক চিড়ে বয়ে যাওয়া সর্পিল পথ বরাবরই হাতছানি দেয় পর্যটকদের। যান্ত্রিক জীবন ও শহরের ক্লান্তি থেকে মুক্তি পেতে পর্যটকরা খোঁজেন এমনই স্থান। টানা তিন দিনের বন্ধে পর্যটক আগমনে মুখর এখন খাগড়াছড়ি ও সাজেকের সব পর্যটন কেন্দ্র। অনেক পর্যটক পেয়ে খুশি সংশ্লিষ্ট ব্যাবসায়ীরাও।
বিভিন্ন নান্দনিক পর্যটন স্পট দেখে আনন্দিত খাগড়াছড়ি ও সাজেকে বেড়াতে আসা দেশের বিভিন্ন জেলা এবং স্থানীয় পর্যটকরা।
পর্যটকদের ভ্রমণ ও অবস্থানকালীন সময় নিরাপত্তার জন্য পুলিশের রয়েছে নানা উদ্যোগ।
এভাবেই ভ্রমণ পিপাসুদের পিপাসা মিটাবে পাহাড় আর বৈচিত্রময় প্রকৃতি এমনই প্রত্যাশা সকলের।