০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

টানা চতুর্থবার সরকার গঠনের পথে আওয়ামী লীগ

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ১৭৯৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ৷ সব ঠিক থাকলে নিজের রেকর্ড ভেঙে টানা চতুর্থবার ও দীর্ঘ রাজনৈতিক জীবনে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা৷

সব ঠিক থাকলে নিজের রেকর্ড ভেঙে টানা চতুর্থবারের মতো ও দীর্ঘ রাজনৈতিক জীবনে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা৷

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন৷ ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয় ভোট৷ নওগাঁ-২ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন৷ রোববার সকাল ৮ থেকে শুরু হয় ভোটগ্রহণ৷ শেষ হয় বিকাল ৪টায়৷ কেন্দ্রগুলোতে দেখা যায়নি ভোটারদের দীর্ঘ লাইন৷ কয়েকটি আসনে বিচ্ছিন্ন সহিংসতা ও সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয় নির্বাচন৷

বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত ভোট গণনার পর নির্বাচন কমিশন বেসরকারিভাবে ২২৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে৷ দেখা গেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ১৬৭টি আসন৷ ফলে, এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দলটি৷

আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১০টি আসন৷ তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি৷ তারা এখনো পর্যন্ত ৪৯টি আসনে জয় পেয়েছেন৷ স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী৷

নির্বাচন ২০২৪এই নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে আবারও বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে৷ নৌকা মার্কায় তিনি মোট ভোট পেয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৯৬২টি৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন স্বতন্ত্র প্রার্থী এম নিজামউদ্দিন লস্কর৷ তিনি পেয়েছেন ৪৬৯ ভোট৷

সংসদের তিনশটি আসনের মধ্যে এককভাবে ১৫১টি আসন পেলে সরকার গঠন করতে পারে একটি রাজনৈতিক দল৷ এর চেয়ে কম আসন পেলে অন্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়৷ কিন্তু আওয়ামী লীগ আবারও দুই তৃতীয়াংশ আসন পাওয়ায় সেসব নিয়ে আরো কোনো জল্পনার অবকাশ নেই৷

আওয়ামী লীগের এবারের ইশতেহারে স্লোগান হলো: ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান৷’ দলটি এবার তার ইশতেহারে নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, কর্মসংস্থান তৈরি ও কৃষি যান্ত্রিকীকরণসহ মোট ১১টি বিষয়ের ওপর বিশেষ অগ্রাধিকার দিয়েছে৷

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আত্মপ্রকাশ

১৯৯৬ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন৷ সেই নির্বাচনে প্রথমবার বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ৷ তবে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একভাবে ১৫১টি আসন না পাওয়ায় জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে দলটি৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ২১ বছর পর সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা৷

এরপর ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে আবারও প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কাছে পরাস্ত হয় দলটি৷ শেখ হাসিনার আওয়ামী লীগ হয় সংসদে প্রধান বিরোধী দল৷

নানা ঘটনার মধ্য দিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন৷ সেই নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ৷ দলটির সভাপতি শেখ হাসিনা নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷

এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় নির্বাচন৷ সেই নির্বাচনে টানা দ্বিতীয় ও মোট তিন মেয়াদে বিজয়ী হয় আওয়ামী লীগ৷ সেই সরকারেও প্রধান হন শেখ হাসিনা৷ ওই নির্বাচনে অবশ্য অংশ নেয়নি বিএনপিসহ বেশকয়েকটি দল৷

২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ওই নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল বিএনপি৷ শেষ পর্যন্ত কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে দলটি৷ সংলাপে অংশ নেয় প্রধানমন্ত্রীর সঙ্গে৷ তারপর নির্বাচনে আসতে রাজি হয় তারা৷ সেই নির্বাচনেও ভূমিধস জয় পায় আওয়ামী লীগ৷ সেই ভোট নিয়ে অবশ্য আছে নানা বিতর্ক৷ সরকারবিরোধীদের অভিযোগ, রাতের অন্ধকারে ব্যালটে সিল মেরে, কারচুপির মধ্য দিয়ে নিজেদের জয় নিশ্চিত করে আওয়ামী লীগ৷

ওই নির্বাচনে জয়ের পর টানা তৃতীয় ও মোট চতুর্থবারের মতো সরকার গঠন করে৷ শেখ হাসিনার নেতৃত্বে হ্যাট্রিক জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ৷ সেই সরকারেরও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা৷

এবারও বিএনপির নির্বাচন বর্জন

৭ জানুয়ারি হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকা বিএনপি এই নির্বাচন বর্জন করেছে৷ এছাড়াও নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো ১৫টি দল নির্বাচন বর্জন করেছে৷

নির্বাচনে অংশ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ নিবন্ধিত মোট ২৮টি দল৷

ভোট বর্জনের ডাক দিয়ে ভোটের আগের দিন ও ভোটের দিন হরতাল ডেকেছে বিএনপি৷ ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে কখনো আপস’ করেনি উল্লেখ করে ভোটের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘‘বিএনপি এবং ৬২টি সমমনা দল যারা এই প্রহসনের নির্বাচন বর্জন করেছে, তাদের সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্যালুট জানাই৷”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকায় জনগণ ভোট বর্জন করেছেন বলে উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘ভোটকেন্দ্রের সামনে কুকুর শুয়ে রোদ পোহাচ্ছে৷”

বিএনপির এই বর্ষীয়ান নেতা গণমাধ্যমের প্রতি নিরপেক্ষভাবে ঢাকা এবং সারা দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান৷ সাংবাদিকদের উদ্দেশে মঈন খান বলেন ‘‘আপনারা সরকারের হুমকিতে ভীত না হয়ে, আজকের নির্বাচনে যা সত্য, তা দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে উদ্ভাসিত করুন৷”

এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী বলেন, ‘‘আজকের নির্বাচন ইয়ার্কি ঠাট্টার একটি নির্বাচন৷ যেখানে কে, কোথায় বিজয়ী হবে তা তারা আগেই ঠিক করে রেখেছিলো৷”

পরাজিত হয়েছে বিএনপি, বললেন কাদের

এর আগে রোববার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি তাদের আন্দোলনে পরাজিত হয়েছে৷ আজকে যারা বর্জন করার আহ্বান জানিয়েছিলেন, ভোটাররা তাদেরই বর্জন করেছেন৷”

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে, তারা আবার পরাজিত হলো৷”

ভোটের সারা দিন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি জেলায় সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে৷নৌকার একজন সমর্থক নিহত হয়েছেন৷ ঘটেছে গুলিবিদ্ধ, আহত হওয়ার ঘটনা৷

চট্টগ্রামে ভোটকেন্দ্রে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করতে দেখা গেছে এক যুবককে৷ সকাল ১১টার দিকে খুলশী এলাকায় পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে৷ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম৷ তিনি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত৷

চট্টগ্রাম-৮ আসনে ভোট বর্জনকারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে৷ চান্দগাঁও মৌলভী পুকুর পাড়ে এই ঘটনা ঘটে৷

মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি৷ মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের৷

টাঙ্গাইল-২ আসনের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷ এ সময় তাদের হামলায় দুই আনসার সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সেখানে মারামারির ঘটনাও ঘটেছে৷

পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ ভোট গ্রহণ চলাকালে টিয়াখালীর দুটি ভোটকেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে৷ দ্বীন ই ইলাহী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর নৌকার সমর্থকেরা ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়৷

৪০ শতাংশ ভোট পড়েছে ধারণা সিইসির

ভোটের দিন অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন অন্তত ২৮ প্রার্থী৷ইসি জানিয়েছে, ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে৷ এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হয়েছে ৪২ জনকে৷

চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন৷ অন্তত ৯টি আসনে ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে৷

ভোটের পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল৷ তিনি বলেন, ‘‘নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে৷”

তবে ভোট গণনা শেষে হলে এই সংখ্যাটি বাড়তে বা কমতেও পারে বলেও উল্লেখ করেন তিনি৷

 

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টানা চতুর্থবার সরকার গঠনের পথে আওয়ামী লীগ

আপডেট সময় : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ৷ সব ঠিক থাকলে নিজের রেকর্ড ভেঙে টানা চতুর্থবার ও দীর্ঘ রাজনৈতিক জীবনে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা৷

সব ঠিক থাকলে নিজের রেকর্ড ভেঙে টানা চতুর্থবারের মতো ও দীর্ঘ রাজনৈতিক জীবনে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা৷

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন৷ ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয় ভোট৷ নওগাঁ-২ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন৷ রোববার সকাল ৮ থেকে শুরু হয় ভোটগ্রহণ৷ শেষ হয় বিকাল ৪টায়৷ কেন্দ্রগুলোতে দেখা যায়নি ভোটারদের দীর্ঘ লাইন৷ কয়েকটি আসনে বিচ্ছিন্ন সহিংসতা ও সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয় নির্বাচন৷

বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত ভোট গণনার পর নির্বাচন কমিশন বেসরকারিভাবে ২২৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে৷ দেখা গেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ১৬৭টি আসন৷ ফলে, এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দলটি৷

আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১০টি আসন৷ তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি৷ তারা এখনো পর্যন্ত ৪৯টি আসনে জয় পেয়েছেন৷ স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী৷

নির্বাচন ২০২৪এই নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে আবারও বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে৷ নৌকা মার্কায় তিনি মোট ভোট পেয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৯৬২টি৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন স্বতন্ত্র প্রার্থী এম নিজামউদ্দিন লস্কর৷ তিনি পেয়েছেন ৪৬৯ ভোট৷

সংসদের তিনশটি আসনের মধ্যে এককভাবে ১৫১টি আসন পেলে সরকার গঠন করতে পারে একটি রাজনৈতিক দল৷ এর চেয়ে কম আসন পেলে অন্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়৷ কিন্তু আওয়ামী লীগ আবারও দুই তৃতীয়াংশ আসন পাওয়ায় সেসব নিয়ে আরো কোনো জল্পনার অবকাশ নেই৷

আওয়ামী লীগের এবারের ইশতেহারে স্লোগান হলো: ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান৷’ দলটি এবার তার ইশতেহারে নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, কর্মসংস্থান তৈরি ও কৃষি যান্ত্রিকীকরণসহ মোট ১১টি বিষয়ের ওপর বিশেষ অগ্রাধিকার দিয়েছে৷

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আত্মপ্রকাশ

১৯৯৬ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন৷ সেই নির্বাচনে প্রথমবার বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ৷ তবে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একভাবে ১৫১টি আসন না পাওয়ায় জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে দলটি৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ২১ বছর পর সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা৷

এরপর ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে আবারও প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কাছে পরাস্ত হয় দলটি৷ শেখ হাসিনার আওয়ামী লীগ হয় সংসদে প্রধান বিরোধী দল৷

নানা ঘটনার মধ্য দিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন৷ সেই নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ৷ দলটির সভাপতি শেখ হাসিনা নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷

এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় নির্বাচন৷ সেই নির্বাচনে টানা দ্বিতীয় ও মোট তিন মেয়াদে বিজয়ী হয় আওয়ামী লীগ৷ সেই সরকারেও প্রধান হন শেখ হাসিনা৷ ওই নির্বাচনে অবশ্য অংশ নেয়নি বিএনপিসহ বেশকয়েকটি দল৷

২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ওই নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল বিএনপি৷ শেষ পর্যন্ত কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে দলটি৷ সংলাপে অংশ নেয় প্রধানমন্ত্রীর সঙ্গে৷ তারপর নির্বাচনে আসতে রাজি হয় তারা৷ সেই নির্বাচনেও ভূমিধস জয় পায় আওয়ামী লীগ৷ সেই ভোট নিয়ে অবশ্য আছে নানা বিতর্ক৷ সরকারবিরোধীদের অভিযোগ, রাতের অন্ধকারে ব্যালটে সিল মেরে, কারচুপির মধ্য দিয়ে নিজেদের জয় নিশ্চিত করে আওয়ামী লীগ৷

ওই নির্বাচনে জয়ের পর টানা তৃতীয় ও মোট চতুর্থবারের মতো সরকার গঠন করে৷ শেখ হাসিনার নেতৃত্বে হ্যাট্রিক জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ৷ সেই সরকারেরও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা৷

এবারও বিএনপির নির্বাচন বর্জন

৭ জানুয়ারি হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকা বিএনপি এই নির্বাচন বর্জন করেছে৷ এছাড়াও নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো ১৫টি দল নির্বাচন বর্জন করেছে৷

নির্বাচনে অংশ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ নিবন্ধিত মোট ২৮টি দল৷

ভোট বর্জনের ডাক দিয়ে ভোটের আগের দিন ও ভোটের দিন হরতাল ডেকেছে বিএনপি৷ ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে কখনো আপস’ করেনি উল্লেখ করে ভোটের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘‘বিএনপি এবং ৬২টি সমমনা দল যারা এই প্রহসনের নির্বাচন বর্জন করেছে, তাদের সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্যালুট জানাই৷”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকায় জনগণ ভোট বর্জন করেছেন বলে উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘ভোটকেন্দ্রের সামনে কুকুর শুয়ে রোদ পোহাচ্ছে৷”

বিএনপির এই বর্ষীয়ান নেতা গণমাধ্যমের প্রতি নিরপেক্ষভাবে ঢাকা এবং সারা দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান৷ সাংবাদিকদের উদ্দেশে মঈন খান বলেন ‘‘আপনারা সরকারের হুমকিতে ভীত না হয়ে, আজকের নির্বাচনে যা সত্য, তা দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে উদ্ভাসিত করুন৷”

এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী বলেন, ‘‘আজকের নির্বাচন ইয়ার্কি ঠাট্টার একটি নির্বাচন৷ যেখানে কে, কোথায় বিজয়ী হবে তা তারা আগেই ঠিক করে রেখেছিলো৷”

পরাজিত হয়েছে বিএনপি, বললেন কাদের

এর আগে রোববার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি তাদের আন্দোলনে পরাজিত হয়েছে৷ আজকে যারা বর্জন করার আহ্বান জানিয়েছিলেন, ভোটাররা তাদেরই বর্জন করেছেন৷”

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে, তারা আবার পরাজিত হলো৷”

ভোটের সারা দিন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি জেলায় সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে৷নৌকার একজন সমর্থক নিহত হয়েছেন৷ ঘটেছে গুলিবিদ্ধ, আহত হওয়ার ঘটনা৷

চট্টগ্রামে ভোটকেন্দ্রে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করতে দেখা গেছে এক যুবককে৷ সকাল ১১টার দিকে খুলশী এলাকায় পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে৷ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম৷ তিনি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত৷

চট্টগ্রাম-৮ আসনে ভোট বর্জনকারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে৷ চান্দগাঁও মৌলভী পুকুর পাড়ে এই ঘটনা ঘটে৷

মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি৷ মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের৷

টাঙ্গাইল-২ আসনের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷ এ সময় তাদের হামলায় দুই আনসার সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সেখানে মারামারির ঘটনাও ঘটেছে৷

পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ ভোট গ্রহণ চলাকালে টিয়াখালীর দুটি ভোটকেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে৷ দ্বীন ই ইলাহী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর নৌকার সমর্থকেরা ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়৷

৪০ শতাংশ ভোট পড়েছে ধারণা সিইসির

ভোটের দিন অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন অন্তত ২৮ প্রার্থী৷ইসি জানিয়েছে, ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে৷ এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হয়েছে ৪২ জনকে৷

চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন৷ অন্তত ৯টি আসনে ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে৷

ভোটের পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল৷ তিনি বলেন, ‘‘নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে৷”

তবে ভোট গণনা শেষে হলে এই সংখ্যাটি বাড়তে বা কমতেও পারে বলেও উল্লেখ করেন তিনি৷