টাঙ্গাইল, কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

- আপডেট সময় : ০৭:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৬১৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইল, কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক হোসেন আলী নিহত হয়েছে। পুলিশ জানায়, গুল্লা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হোসেন আলী নিহত এবং তিনজন গুরুতর আহত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসকের দেহরক্ষী পুলিশ কনসটেবল ইব্রাহিম খলিল নিহত হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শহরতলীর কানা বিলের মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
মেহেপুরের গাংনীর রংমহল গ্রামে মাটি ভর্তি ট্রলির চাপায় লিনা খাতুন নামের এক শিশু নিহত হয়েছে। সকাল সাড়ে এগারটার দিকে ট্রাক্টর ট্রলি মাটি নিয়ে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।