ঝিনাইদহে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা করে নির্যাতিতাকে দেয়ার নির্দেশও দেয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। ২০২০ এর ২১ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামে শিপন মন্ডল প্রতিবেশী ৪ বছরের শিশুকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে নির্যাতনের কথা বলার পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিনই শিশুটির দাদা বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেন।