ঝিনাইদহে এলসিএস প্রকল্পে নারীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ

- আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় এলজিইডির লেবার কন্ট্রাক্ট সোসাইটি- এলসিএস প্রকল্পে কর্মরত নারীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিয়েও এখন কাজ পাচ্ছে না তারা। অভিযুক্ত দুই কর্মকর্তা অস্বীকার করেছেন, ঘুষ গ্রহণের অভিযোগ।
দীর্ঘদিন ধরে সংসারের অভাব মেটাতে পুরুষের পাশাপাশি নারীরা এলজিইডি’র লেবার কন্ট্রাক্ট সোসাইটি প্রকল্পের গ্রামীণ সড়কের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করেছেন। ঘুষ দিয়ে এতদিন কাজ করলেও, এখন আর কাজ দেয়া হয়না তাদের। নেয়া হচ্ছে, নতুন শ্রমিক। পুরনো শ্রমিকদের আইডি কার্ড ব্যবহার করছে অন্যরা। এলজিইডি কার্যালয়ে অভিযোগ দিয়েও ফল পাননি ভুক্তভোগি নারীরা। যাদের বিরুদ্ধে অভিযোগের তীর, তারা উড়িয়েই দিলেন নারী শ্রমিকদের অভিযোগ। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন শৈলকুপা এলজিইডি উপজেলা প্রকৌশলী রাকিব হাসান। অভিযোগটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।