ঝিনাইদহের কালীগঞ্জের পৌর বিএনপি নেতা ইসমাইল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জের পৌর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সাথে ওই মামলায় ৩ জনকে খালাস প্রদান করা হয়। দুপুরে অতিরিক্ত জেলাও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হুসাইন এ দন্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ মে বাড়ি ফেরার সময় ইসমাইল হোসেনকে আসামী শাহজাহানসহ অন্যরা চাপালী সড়কে মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে জখম করে। যশোর হাসপাতালে নেয়ার পথে তিনি সারা যান। পরে বাদী হয়ে নিহতের স্ত্রী জাহানারা বেগম ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন।