জয় দিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
জয় দিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়েছে ৪ উইকেটে। ভারতের দেয়া ২০৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৪ বল হাতে রেখে জয় পায় অজিরা।
মোহালিতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২০৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন লোকেশ রাহুল। এছাড়া ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৩ উইকেট নেন নাথান এলিস। জবাবে ঝড়ো সূচনা করেন অ্যারন ফিঞ্চ ও ক্যামেরন গ্রিন। এই দুইয়ের ৩৯ রানের জুটি ভাঙ্গে ২২ রান করে ফিঞ্চ ফিরলে। তবে অর্ধশতক তুলে গ্রিন আউট হন ৬১ রানে। ৩৫ রান করেন স্টিভেন স্মিত। শেষে দিকে ম্যাথু ওয়েডের ২১ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে সহজ জয় পায় অজিরা। শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।