জ্বালানি তেল, পরিবহণ ভাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ

- আপডেট সময় : ০৫:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
জ্বালানি তেল, পরিবহণ ভাড়া, দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কোন কোন জেলায় পুলিশ মিছিলে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে নেতা-কর্মীরা।
গুম, খুন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে রংপুর মহানগর বিএনপি। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক মাহফুজ উন নবী ডন ও জেলা যুবদল সভাপতি নাজমুল আলমসহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পুলিশের গুলিতে ছাত্রনেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে নাটোর উপজেলা বিএনপি। সমাবেশে দ্রত তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে চলমান সংকট থেকে উত্তোরণের আহবান জানান নেতারা।
একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পটুয়াখালী জেলা বিএনপি। সকালে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। মিছিলে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের শতশত নেতাকর্মীরা অংশ নেন।
সরকারের পদত্যাগের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সকালে শহরের দলীয় কার্যালয় থেকে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সাভারে আশুলিয়া থানা বিএনপি’র উদ্যোগে জিরাবো বাসস্ট্যান্ডে বিক্ষোভ হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন।
তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও তত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
রাঙামাটি পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা দেশের সম্পদ লুটপাটে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।