জ্বর-সর্দি আক্রান্ত চীন ফেরত এক ছাত্র রংপুর মেডিক্যালে ভর্তি

- আপডেট সময় : ০৭:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জ্বর-সর্দি থাকায় চীন ফেরত এক ছাত্রকে রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। সে উহান প্রদেশ থেকে ২০০ কিলোমিটার দূরের একটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।
পরীক্ষা-নিরীক্ষার যথেষ্ট ব্যবস্থা না থাকায় ঢাকার রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জরুরী বার্তা পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জের আলতাফ হোসেনের ছেলে তাজদিদ হোসেন ২৯ জানুয়ারী ঢাকার শাহজালাল বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। কিন্তু সেখানকার মেডিকেল পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া না গেলেও বাড়িতে ফেরার পর নীলফামারীর সিভিল সার্জনের তত্ত্বাবধানে রাখা হয়। কিন্তু সকালে হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে দুপুরে তাকে রংপুর মেডিকেলে আনা হয়।