জুস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে জুস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে বিএনপি। দুর্ঘটনা পরবর্তী সময়ে মালিকের নিরবতা নিয়েও প্রশ্ন তোলে দলটি।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অগ্নিকান্ডের ঘটনায় আহত নিহত সবাইকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তিনি। এছাড়া মুজিববর্ষে গৃহহীন দের ঘর বরাদ্দের নামে সরকার দেশকে দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিনত করছে বলে মন্তব্য করেন তিনি। মানহীন কাজের কারণে এসব ঘর নির্মাণের আগে ভেঙ্গে পড়ছে বলেও অভিযোগ করেন। ঘর নিয়ে যারা দুর্নীতি করছে তাদেরকে আইনের আওতায় নেয়ার দাবিও জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।