জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে । পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে এই পদে নিয়োগ দেন। এতোদিন গুরুত্বপূর্ণ এই পদটিতে ছিলেন মসিউর রহমান রাঙা।
রোববার দুপুরে জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানান। জিয়াউদ্দিন বাবলু এখন থেকে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন। বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে। জিয়াউদ্দিন বাবলু এরআগেও জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।