জিম্বাবুয়ে থেকে বড় সাফল্য নিয়ে ঢাকায় পা রেখেছে টাইগাররা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ে সফরের বড় সাফল্য নিয়ে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল নয়টায় দেশে ফিরেছেন সাকিব-মাহমুদউল্লাহরা।
বাংলাদেশ দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, দলীয় সাফল্যের কথা তুলে ধরেন। আরো জানান, অস্ট্রেলিয়ার দেয়া কঠিন শর্ত মেনেই টাইগারদের জন্য সব আয়োজন করছে বিসিবি। দীর্ঘ সফর থেকে ফিরেও পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে পারেননি কোন ক্রিকেটার। বিমানবন্দর থেকেই রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টিন গেছেন তারা। তিনদিন পর মাঠে ফিরবেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি। সাতদিনে পাঁচটি ম্যাচ হবে। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।