জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেছে হাইকোর্ট
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
 - / ১৬৭৬ বার পড়া হয়েছে
 
জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রায় দেয়।
চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে করা জায়েদ খানের রিটের অধিকতর রুল শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। জায়েদ খান ও নিপুন দু’জনই শুনানিতে উপস্থিত ছিলেন। এদিন, শুনানিতে জায়েদ খানের আইনজীবী জানান, প্রার্থিতা বাতিলের ক্ষমতা আপিল বোর্ডের নেই। অন্যদিকে নিপুনের আইনজীবী বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে কোনো রিট মামলা চলতে পারে না। এটি একটি প্রাইভেট অর্গানাইজেশন। এই আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুন আপিলের ঘোষণা দিয়েছেন। এর আগে, নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়েছিল আপিল বোর্ড।
																			
																		















