জার্মানির রাজনীতিতে ঘটতে যাচ্ছে ম্যার্কেল অধ্যায়ের অবসান
- আপডেট সময় : ০৮:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
জার্মানির রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর বিদায় নিচ্ছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানির রাজধানী বার্লিনে তাঁর বিদায়পর্ব শুরু হয়।
বার্লিনে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন চত্বরে মশাল জ্বালিয়ে সামরিক বাদ্য বাজিয়ে এই বিদায়পর্ব অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ম্যার্কেল আবেগঘন বক্তব্য দেন। ম্যার্কেল বলেন, তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। বিশেষভাবে যাঁরা চলমান করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করছেন, সেই সব চিকিৎসক, নার্স, টিকা প্রদানকারীসহ সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান। করোনা মহামারি পরিস্থিতি সম্পর্কে ম্যার্কেল বলেন, এখনো অনেকে বৈজ্ঞানিক অভিজ্ঞতা ও বাস্তবতাকে অস্বীকার করছে। করোনা-সংক্রান্ত ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করছে। আন্দোলন করছে। বিষয়টি দুঃখজনক। গণতন্ত্র রক্ষায় ঘৃণা, সহিংসতা ও ভুল তথ্যের বিরুদ্ধে সজাগ থাকতে আহ্বান জানান ম্যার্কেল। তিনি বলেন, গণতন্ত্রী হিসেবে সহনশীলতার সীমা খুঁজে বের করতে হবে।























