জাপানের টোকিওতে একটি পাতালরেলে ছুরি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

- আপডেট সময় : ১২:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জাপানের রাজধানী টোকিওতে একটি পাতালরেলে ছুরি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
টোকিওর পশ্চিমে শহরতলির কাছে একটি পাতালরেল স্টেশনে হামলা চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তির বয়স ২০ বছর। তিনি হ্যালোইন উত্সবের পোশাক পরে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।এদিকে হামলার ঘটনার পর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। সেখানে হামলার পরপর ট্রেনের বগির জানালা দিয়ে নামতে দেখা যায় আতঙ্কিত যাত্রীদের।
ঘটনাস্থলের কয়েকটি ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর পরনে ছিল উজ্জ্বল বেগুনি ও সবুজ রঙের পোশাক। জনপ্রিয় কমিকস্ ব্যাটম্যানের জোকার চরিত্রের পোশাকের সঙ্গে এর মিল রয়েছে।