জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

- আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ধানমন্ডিতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার উত্তরাধিকার হিসেবে তাঁর স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা। আর তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমানসহ ১৫ আগস্ট হত্যাকান্ডের প্রধান কুশিলবদের মুখোশ উন্মোচনে কাজ করছে সরকার।
সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
পরে বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের সদস্যসহ ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর ও বনানী কবরস্থানে ১৫ আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বঙ্গবন্ধু না থাকলেও স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে আওয়ামী লীগ।
আর বিএনপিকে ১৫ আগস্ট হত্যাকান্ডের প্রধান সুবিধাভোগীর উপজাত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে ১৫ আগস্ট শহীদদের কবরে শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।