জাতীয় জাদুঘরের সংগ্রহে এলো বঙ্গবন্ধুর মুজিব কোট, পাঞ্জাবি, টোব্যাকো পাইপসহ চারটি নিদর্শন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
জাতীয় জাদুঘরের সংগ্রহে এলো বঙ্গবন্ধুর মুজিব কোট, পাঞ্জাবি, টোব্যাকো পাইপসহ চারটি নিদর্শন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জাদুঘরের পরিচালক কামরুজ্জামানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ, স্থায়ীভাবে জাতীয় জাদুঘরকে এসব নিদর্শন উপহার দেন।এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নিদর্শনগুলো দেশের অমূল্য সম্পদ। আগামী প্রজন্মের জন্য এটা গুরুত্বপূর্ণ। নির্দশনগুলো দীর্ঘদিন অক্ষত রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে। খুব শিগগিরই জাদুঘরে বঙ্গবন্ধু নিদর্শন দিয়ে একটি গ্যালারি তৈরি হবে বলেও জানান প্রতিমন্ত্রী।