জাতীয় পার্টি থেকে রাঙ্গাকে অব্যাহতির প্রতিবাদে উত্তপ্ত রংপুর নগরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর নগরী। দুই গ্রুপের মিছিল-পাল্টা-মিছিল থেকে জিএম কাদের ও রাঙ্গার ছবিতে অগ্নিসংযোগ করা হয়।
গেল রাতে নগরীর গুপ্তপাড়া থেকে মশিউর রহমান রাঙ্গার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে রংপুরে ঢুকতে দেবেনা বলে শ্লোগান দিয়ে তার ছবিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে জাপা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাল্টা মিছিল করে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ৫ জন আহত হয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।