দীর্ঘ দশ বছর পর লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির সম্মেলন কাল
- আপডেট সময় : ০১:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৭৪ বার পড়া হয়েছে
দীর্ঘ দশ বছর পর লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সম্মেলন আগামীকাল। সম্মেলন ঘিরে উজ্জীবিত পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা। নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে জেলা শহরের প্রধান প্রধান সড়ক। সম্মেলনের প্রধান অতিথি পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে অনুষ্ঠেয় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সম্মেলন উদ্বোধন করবেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান বক্তা মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সম্মেলন ঘিরে দলের শীর্ষ নেতাদের আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে শহর। কেন্দ্রীয় নেতাদের বরণে তৈরি করা হয়েছে শতাধিক তোরণ।
ইতোমধ্যে লালমনিরহাটের পাঁচ উপজেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে আগের চেয়ে অনেক শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করেন দলের শীর্ষ নেতারা।
এই সম্মেলনের মাধ্যমে আগামী নির্বাচনে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসন ফের জাতীয় পার্টির দখলে আসবে বলে আশা করেন নেতাকর্মীরা













