জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
সকালে নগরীর টাউনহল এলাকায় করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। বিভিন্ন এলাকার ১১টি পয়েন্টে মেয়রের নির্দেশনায় একযোগে এ কর্মসুচী শুরু হয়। এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, জনসংযোগ কর্মকর্তা মহাবুল হোসেন রাজীব উপস্থিত ছিলেন। চলমান এ কর্মসুচীতে রাস্তায় চলাচলরত জনসাধারণের মাঝে মোট ৪০ হাজার মাস্ক বিতরণ করা হবে।
























