জনগণকে বিভ্রান্ত করতে সিটি নির্বাচন নিয়ে বিভ্রান্তমুলক বক্তব্য দিচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৬২৮ বার পড়া হয়েছে
নির্বাচনকে বানচাল এবং জনগণকে বিভ্রান্ত করতে সিটি নির্বাচন নিয়ে বিভ্রান্তমুলক বক্তব্য দিচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই’ চত্তরে প্রকৃতি মেলা উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দশক পুর্তিতে বছরের সবচে নির্মল বায়ুর শহর হিসেবে রাজশাহী সিটি করপোরেশনকে পরিবেশ বান্ধব নগরী ঘোষণা করা হয়। তথ্যমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক নেন রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরো বলেন, কারো বিরুদ্ধে মামলা থাকলে আইন অনুযায়ী প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। জনগণকে বিভ্রান্ত না করে, নির্বাচনের মাঠে থাকতে বিএনপি প্রার্থীদের প্রতি আহবান জানানা তথ্যমন্ত্রী।





















