জনকল্যাণে কাজ করতে ডিজিএফআই সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

- আপডেট সময় : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ জনগণের কল্যাণে কাজ করতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর- ডিজিএফআই সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখা, জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান তিনি।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই-এর কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকায় তৈরি হয়েছে দুটি ১৪ তলা পারিবারিক ভবন এবং সাততলা অফিসার্স মেস। যার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছেন ছায়াসঙ্গী, স্বপ্ন নীড় ও মানসী। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে স্থাপনাগুলোর উদ্বোধন করেন তিনি।
দিক নির্দেশনামূলক বক্তৃতার শুরুতে যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হাতে তৈরি সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা নীতিমালার উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সশস্ত্রবাহিনী একান্ত দরকার। আর তাই, ২১ শতকের ভূ-রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ বাহিনী গড়ে তুলতে সরকার সব পদক্ষেপ নিচ্ছে।
দেশের উন্নয়নে শান্তি বজায় রাখতে যথাযথভাবে দায়িত্ব পালনের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী; জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে তার সরকারের প্রচেষ্টা কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে- বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।