ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবীরা

- আপডেট সময় : ১০:১৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঈদের দু’দিন পরও মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উভয় পাড়েই রয়েছে যাত্রীদের ভিড়। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে অনেকে ঢাকা ফিরছেন।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ভিড় এড়াতে আগেভাগেই রাজধানীর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। অন্যদিকে ঈদের আগে বাড়ি যেতে না পারায় অনেকে ঈদশেষে এখন যাচ্ছেন বাড়িতে। এতে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটের উভয়পাশে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে যাত্রী বেশী থাকলেও স্বাভাবিকভাবেই ফেরি পারাপার চলছে। যাত্রীদের পাশাপাশি যানবাহনও পার হচ্ছে। ঘাটে যাত্রী আসার ২০-২৫ মিনিটের মধ্যেই ফেরিতে উঠে সময়মতো গন্তব্যে যেতে পারছেন সবাই। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, যাত্রীদের অত্যধিক চাপ থাকায় সকালে অন্তত ৫টি ফেরি শুধু যাত্রী নিয়েই বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকেও বিপুল যাত্রী নিয়ে প্রতিটি ফেরি আসছে শিমুলিয়া ঘাটে। নদীর দুই পাড়েই যাত্রীর চাপ রয়েছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।