চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে।
দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসে কাটা পড়েন নিবারন বেগম নামেরর ওই বৃদ্ধা। তিনি চুয়াডাঙ্গা সদরের আমিরপুর গ্রামের মৃত রহম মন্ডলের স্ত্রী। পুলিশ জানায়, বৃদ্ধা রেললাইন পার হওয়ার সময় চিত্রা ট্রেনের ধাক্কায় মারা যান। এলাকাবাসী জানান, বৃদ্ধা নিবারণ বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কলেজ গেট সংলগ্ন চেংগী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে তিন শিশু।
পানছড়ি থানার ওসি আনসারুল করিম জানান, দুপুরে চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের দুই শিশুসহ তিনজন পানিতে ডুবে মারা গেছে। ধারণা করা হচ্ছে, একজনকে বাঁচাতে গিয়ে বাকি দু’জনও পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।


























